শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নওয়াজ শরীফকে দেশ ত্যাগ করতে বলেছে যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৭ এএম

পাকিস্তানে দন্ডিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশত্যাগ করতে বলেছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী ইমরান খানের জবাবদিহিতা ও অভ্যন্তরীণ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মির্জা শাহজাদ আকবর বুধবার এই তথ্য জানিয়েছেন। একই দিন, নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’ ঘোষণা করেছে দেশটির হাইকোর্ট। প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিলের সাথে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মির্জা শাহজাদ বলেন, পাকিস্তান যুক্তরাজ্যকে নওয়াজ শরীফের ভিসা বাতিল করার জন্য একটি চিঠি দিয়েছে, যা তার কাছ থেকে মুচলেকা নেয়ার পরে তার চিকিৎসার জন্য জারি করা হয়েছিল। সেই ছয় মাসের ভিসা এখনও যুক্তরাজ্যের দ্বারা বাড়ানো হয়নি। এর মধ্যে নওয়াজকে নির্বাসন দেয়ার জন্য যুক্তরাজ্যের সাথে আলোচনাও অব্যাহত ছিল। তিনি আরও বলেন, মুতাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) সাবেক প্রধান আলতাফ হুসেনকে যুক্তরাজ্য থেকে নির্বাসন দেয়ার জন্য শেষ দুটি সরকার চেষ্টা করেনি। মির্জা শাহজাদ জানান, বিবিসির সাম্প্রতিক সাক্ষাৎকারে পিএমএল (এন) নেতা ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারে আসল রূপ উন্মোচিত হয়েছে। সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে যে, দার পলাতক কেন এবং আদালতে হাজিরা কেন দেননি। এদিকে, নওয়াজ শরিফকে বুধবার ‘ঘোষিত অপরাধী’ হিসাবে ঘোষণা করেছে সে দেশের উচ্চ আদালত। দু’টি দুর্নীতির মামলায় বারবার সমন পাঠানো সত্তে¡ও আদালতে উপস্থিত হননি নওয়াজ শরিফ। এ ভাবে আদালতের নির্দেশকে অবজ্ঞা করায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এদিন ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা দেয় ইসলামাবাদ হাইকোর্ট। সূত্র : ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
লোকমান ৪ ডিসেম্বর, ২০২০, ১:৩৪ এএম says : 0
দেশে গিয়ে আইনিভাবে বিষয়গুলো মোকাবেলা করা উচিত
Total Reply(0)
মোহাম্মদ মোশাররফ ৪ ডিসেম্বর, ২০২০, ৮:৪৮ এএম says : 0
যুক্তরাজ্য কি তাকে রাজনীতিক আশ্রয় দেবে না!!!
Total Reply(0)
তাসফিয়া আসিফা ৪ ডিসেম্বর, ২০২০, ৮:৪৯ এএম says : 0
এভাবে অন্য দেশে গিয়ে পড়ে থাকা তার জন্য শোভনীয় নয়।
Total Reply(0)
দামাল ছেলে ৪ ডিসেম্বর, ২০২০, ৮:৪৯ এএম says : 0
দেশ্রপেমিক রাজনীতিকদের দেশের মাটিতে থেকেই সব কিছু মোকাবেলা করা উচিত।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন