মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে খাতা নিয়ে আসতে আমার কর্মস্থল থেকে প্রায় দেড় দুই হাজার টাকা লাগে আর সময়ও লাগে অনেক। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন পরিচিত লোক মারফত ঐ সমপরিমাণ টাকা দিয়ে খাতা নিজ ঠিকানায় পেয়ে গেলে, সে টাকা কী ঘুষ হিসেবে গণ্য হবে কিনা?

আব্দুস সালাম
ইমেইল থেকে

প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ৭:১৭ পিএম

উত্তর : যদি এ কাজটি করা বিশ্ববিদ্যালয় নিযুক্ত কর্মকর্তা বা কর্মির চাকুরীর অংশ না হয়ে থাকে, আর এটি অফিসিয়াল অনিয়ম কিংবা খাতার নিরাপত্তা, গোপনীয়তা ইত্যাদির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে আপনি নিশ্চিত হন, তাহলে এ কাজটি করার বিনিময়ে প্রাপ্ত টাকা ঘুষ হবে না। খাতা নেওয়া ও ফেরত দেওয়ার ক্ষেত্রে যদি নিজের উপস্থিতি নিয়মের অংশ হয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে এটি একটি দাপ্তরিক অনিয়ম। এটি মূলত কতটুকু ব্যত্যয় তা আপনি নিজেই ভেবে দেখবেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন