শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনি ভূখন্ডে আরও বসতি করছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্পের অনুমোদন দিয়েছে ইসরাইল। এছাড়া আল-কুদস শহরের উত্তরে আরো ৯ হাজার ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা নেওয়া নিয়েছে জেরুজালেম। ইসরাইল এবং ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। রোববার ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্পের অনুমোদন দেন। ইসরাইলের টেলিভিশন চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানিয়েছে, যেখানে আল-কুদস শহরের পৌরসভা রয়েছে সেখানে ইহুদিদের জন্য ৯ হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র অনুযায়ী, জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইসরাইল। কয়েক বছর আগে জেরুজালেম শহরের এ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা করা হয় কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে কয়েক বার তা স্থগিত করতে বাধ্য হয় ইসরাইল। কিন্তু ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে ইসরাইল যে বসতি স্থাপন করেছে তা অবৈধ হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, তারা এখন ওই অঞ্চলে ইসরাইলের বসতিকে আন্তর্জাতিক আইনের অসঙ্গতি হিসেবে দেখছে না। মা’আন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন