আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি ও সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির আশু রোগ মুক্তি কামনায় কোরআনের খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারা উভয় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাদ জোহর গুলিস্থান কেন্দ্রীয় জামে মসজিদ ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি, গুলিস্তান কেন্দ্রীয় মসজিদের যুগ্ম সম্পাদক ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ মুসুল্লিদের কাছে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি ও সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির শারীরিক সুস্থতার জন্য দোয়া চান।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মুফতী মোহাম্মদ মুজ্জাম্মিল।
এরপর মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে একসাথে খাবার খান। দোয়ায় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য সোহেল মিয়াজি, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ নেতা ইমরান হোসেন তপু, আশীকুল ইসলাম সেলিম, আরিফ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন