শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, ৩০ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কেউ দায় স্বীকার না করলেও আইএস কিংবা পিকেকে’র প্রতি সন্দেহ
ইনকিলাব ডেস্ক : তুরস্কের বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক। বোমা বিস্ফোরণের ঘটনাটি জঙ্গি হামলা বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গত শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ শহরে এ হামলা চালানো হয়। শহরটি তুরস্ক-সিরিয়া সীমান্তে অবস্থিত। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে তুর্কি সরকার এই বোমা বিস্ফোরণকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছে।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী এ সন্ত্রাসী হামলা চালিয়েছে। তুরস্ক কর্তৃপক্ষ এই হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-কে সন্দেহ করছে। উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এই হামলাকে বর্বর বলে উল্লেখ করে বলেছেন, মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আইএস অথবা পিকেকে এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। গাজিয়ানটেপের প্রাদেশিক গর্ভনরের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ এক নৃশংস হামলা এবং যারা এ হামলা চালিয়েছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। নিহতদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক মানুষের লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে গত মে মাসে কুর্দি অধ্যুষিত গাজিয়ানটেপ শহরে আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। আইএস এবং কুর্দি বিদ্রোহীদের ওপর গত বছর সিরিজ হামলা চালায় তুরস্ক। গত জুনে ইস্তাম্বুল বিমানবন্দরে চালানো হামলায় নিহত হন অন্তত ৪৪ জন। ওই হামলার দায় স্বীকার না করলেও এতে আইএস-এর সংশ্লিষ্টতা ছিল বলে তুর্কি সরকার মনে করে। খবরে বলা হয়, শহরের যে অংশে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বসবাস করেন। লোকজন বিয়ের আসর থেকে রাস্তায় বেরিয়ে আসার পরই বিস্ফোরণটি ঘটনো হয়। সিরীয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরের শহরটি সব অংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে এবং সিএনএন তুর্কিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে শহরটির জনাকীর্ণ রাস্তাটিতে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হয়েছেন বলে দেখা গেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সম্ভবত উৎসব করতে বিয়ের আসর থেকে বড় একটি দল রাস্তায় নেমে আসার পর বিস্ফোরণটি ঘটানো হয়। ট্যুইটারে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস্য সামিল তাইয়ার জানিয়েছেন, হামলার পেছনে আইএস আছে বলে ধারণা করা হচ্ছে। কুর্দি নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক পার্টির গাজিয়ানতেপ আসনের পার্লামেন্ট সদস্য মাহমুত তোগরুল বিয়ের অনুষ্ঠানটি কুর্দি পরিবারের বলে রয়টার্সকে জানিয়েছেন। এর আগে কুর্দিদের বিভিন্ন সমাবেশে আত্মঘাতী বোমা হামলার জন্য আইএসকে দায়ী করা হয়েছিল। দ্য গার্ডিয়ান, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন