শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাইফস্টাইল

খালি পেটে পানি খাওয়ার উপকারিতা

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

মানুষের দেহ-মন ও শরীর সুস্থ রাখার জন্য পানির প্রয়োজন খুব বেশি। পানি ছাড়া কোন মানুষ বা প্রানী বাচঁতে পারেনা। পানি মানব দেহকে রাখে সক্রিয়। এক কথায় ‘পানির অপর নাম জীবন’। তাই পানি সারা দিনই যেন নিত্য প্রয়োজনীয় এক জিনিষ। চিকিৎসা বিজ্ঞানও তাই বলেছেন। কিন্তু এর মধ্যে সকালে ঘুম থেকে উঠে মুখ-হাত পরিস্কারের পর খালি পেটে পানি খাওয়ার উপকারিতাই যেন অভিন্ন। সকালে নাস্তা খাওয়ার আধা ঘণ্টা আগে কমপক্ষে এক গ্লাস (২৫০গ্রাম) পানি পান করা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। কাজটা খুব একটা ছোট হলেও নিয়মিত খালি পেটে পানি পানের ফলে অনেক জটিল রোগ মুক্তির সহায়ক হয়।

এবার চলুন দেখা যাক খালি পেটে পানি পানের উপকারিতাগুলো কি কি:
১। সকালে খালি পেটে পানি পান করার ফলে মানুষের দেহের রক্তের দূষিত পদার্থগুলো বের হয়ে যায়। ফলে ত্বক হয় সুন্দর এবং উজ্জ্বল ।

২। সকালে খালি পেটে এক গ্লাস পানি সারা দিনে হজমের জন্য উপকার হয়। রাতে অনেকক্ষণ ঘুমানোর ফলে হজমের ক্রিয়া ধীর থাকে তাই সকালে খালি পেটে এক গ্লাস পানি খেলে হজম শক্তি ক্রিয়া পুনরায় সচল হয়।

৩। সকালে খালি পেটের পানি নতুন মাংসপেশী এবং কোষ গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে।

৪। প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানি পান করলে শরীরের বিপাক ক্রিয়া বৃদ্ধি পায় এবং শরীরের অতিরিক্ত ওজন হ্রাসে সাহায্য করে।

৫। প্রতিদিন খালি পেটে পানি পান করলে মলাশয় পরিষ্কার হয়।

৬। প্রতিদিন সকালে এক গ্লাস হাল্কা গরম পানি লেবুর রসের সাথে মিশিয়ে খেলে শরীরের চর্বি কমে।

৭। প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করলে বমি বমি ভাব, গলার সমস্যা, ডায়রিয়া, মাথা ব্যাথা ইত্যাদিও কম হয় ।

৮। প্রতিতিদিন সকালে খালি পেটে পানি কিডনির সমস্যা ও আর্থাইটিস কমায়।

তাই সকলের উচিত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পর্যাপ্ত পানি পানের অভ্যাস করে নিজে সুস্থ জীবন গড়ে তুলুন। পরিবারের অন্যদেরও সুস্থ থাকতে সহযোগিতা করুন।

কাজী এম এস এমরান কাদেরী।
সাংবাদিক ও কলাম লেখক,
বোয়ালখালী, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮১২৮১১১৯৭।
ইমেইল:ধসৎধহশধফবৎর@মসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
আবদুল কাইয়ুম শেখ ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৩৪ পিএম says : 0
সুন্দর পরামর্শ!
Total Reply(0)
Manjur ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:৫০ পিএম says : 0
Nice
Total Reply(0)
Md. Yousuf ১৬ ডিসেম্বর, ২০২০, ১১:৩৫ এএম says : 0
যেহেতু ইনকিলাব থেকে সমাজের শিখার অনেক কিছু থাকে, তাই পানির গ্লাস হাতে ছবিটা ডান হাতে পানির গ্লাসের ছবি দিলে সমাজ উপকৃত হত।
Total Reply(0)
Md Nazmul ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ পিএম says : 0
Thank You very much
Total Reply(0)
Debatosh Nath Mithu ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৫ এএম says : 0
Nice advice
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন