শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যৌন হয়রানির মামলা করে পেলেন ৬ গুণ বেশি অর্থ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করে ছয় গুণ অর্থ পেয়েছেন নিউজিল্যান্ডের এক যৌনকর্মী। যৌনকর্মীর পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়া মানবাধিকার সংস্থা জানায়, ওই নারীর মানসিক এবং আর্থিক ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ পরিশোধের শর্তে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়। বলা হয়, কর্মক্ষেত্রে যৌন হয়রানি থেকে রক্ষার অধিকার প্রত্যেক কর্মীর রয়েছে। এ রায় সে বিষয়টিকে আবারও মনে করে দিয়েছে। কর্মক্ষেত্রে কর্মীর সুরক্ষা ইস্যুতে ২০০৩ সালে নিউজিল্যান্ড একটি আইন পাস করে। ওই আইনে যৌনকর্মীরা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। গোপনীয়তার কারণে আইনি প্রক্রিয়া এবং এতে যুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। সোমবারের এ রায়কে যৌনকর্মীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করা হয়েছে। নিউজিল্যান্ডের যৌনকর্মী সংগঠনের জাতীয় সমন্বয়ক ডেম ক্যাথেরিন হিলি বলেন, এটা অনেক বড় অর্জন। এ সমঝোতার মাধ্যমে যৌনকর্মী এবং তাদের পেশাকে সম্মান জানানো হয়েছে। তিনি বলেন, এ রায় কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারীদের উজ্জীবিত করবে। এটা যে কোনো কর্মক্ষেত্র হতে পারে। এ রায় কর্মক্ষেত্রে সব ধরনের হয়রানির বিরুদ্ধে জেগে ওঠার ডাক। নিউজিল্যান্ডে যৌনকর্মীদের বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সম্মুখভাগে থেকে লড়াই করে যাচ্ছেন হিলি। তিনি বলেন, এ রায় কর্মক্ষেত্রকে আরও নিরাপদ করতে সহায়তা করবে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন