শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রকে হটিয়ে ইউরোপের বৃহত্তম বাণিজ্যিক অংশী চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ এএম

দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল যুক্তরাষ্ট্র। তবে করোনাভাইরাস মহামারির মধ্যে বদলে গেছে সেই পরিস্থিতি। ইইউ’র সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে মার্কিনিদের প্রধানতম প্রতিদ্ব›দ্বী চীন। গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস (ইউরোস্ট্যাট) এ তথ্য জানিয়েছে। ইউরোস্ট্যাটের তথ্যমতে, চলতি বছরের প্রথম ১০ মাসে ইইউ’র সঙ্গে চীনের বাণিজ্যিক লেনদেন ছিল ৪৭৭ দশমিক ৭ বিলিয়ন ইউরো (৫৮২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। তবে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লেনদেন কমেছে যুক্তরাষ্ট্রের। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ইইউ-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা হয়েছে ৪৬০ দশমিক ৭ বিলিয়ন ইউরোর, যা গত বছরের চেয়ে অন্তত ১১ দশমিক ২ শতাংশ কম। এই সুযোগটাই কাজে লাগিয়েছে চীন। গত জুলাই মাসেই ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদারের জায়গা দখল করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। সেই ধারা চীনারা ধরে রেখেছে অক্টোবরেও। তবে চলতি বছর করোনাভাইরাস মহামারিতে অনেকের মতো ইইউ’র বাণিজ্যেও ক্ষতি হয়েছে ব্যাপক। গত ফেব্রুয়ারিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে তাদের লেনদেনে নিম্নমুখী স্রোত শুরু হয়। মার্চের মাঝামাঝি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অঞ্চলটিতে করোনা সংক্রমণের অন্যতম কেন্দ্র ঘোষণা করে। এরপর এপ্রিলে তাদের বাণিজ্য পৌঁছায় সর্বনিম্ন স্তরে। তবে দ্রুতই সেই ধাক্কা সামলে নেয় ইউরোপ। মার্চে আবারও বাড়তে শুরু করে লেনদেন। জুন মাসে তা মোটামুটি স্থিতিশীল হয়। যদিও মোট লেনদেন ছিল করোনাপ‚র্ব সময়ের তুলনায় বেশ কম। সেই পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের পণ্য রফতানির পরিমাণ ছিল ১৭৮ দশমিক ৯ বিলিয়ন ইউরো, যা গত বছরের চেয়ে অন্তত ১০ দশমিক ৩ শতাংশ কম। এ মাসে তারা আমদানি করেছে ১৫০ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য। এটিও গত বছরের অক্টোবরের তুলনায় ১৪ দশমিক ৩ শতাংশ কম। শিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন