শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ম্যাখোঁর আক্রান্তের কথা শুনেই আইসোলেশনে ইউরোপীয় নেতারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কয়েকটি ইউরোপীয় দেশের নেতা স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ফরাসি প্রেসিডেন্ট কিভাবে সংক্রমিত হয়েছেন তা এখনো স্পষ্ট না হলেও গত কয়েক দিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনসহ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। সে কারণে তার সংস্পর্শে আসা কয়েকটি দেশের নেতারা আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের বিবৃতির মাধ্যমে ম্যাখোঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, আগামী সাত দিন আইসোলেশনে থেকে দূরে থেকে দেশ পরিচালনার দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

এলিসি প্রাসাদের তরফে বলা হয়, সম্প্রতি তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সকলকেই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কাছাকাছি আসেন ম্যাখোঁ। ওই সময় তাদের থেকে সামান্য দূরে ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ। অংশগ্রহণকারী অন্য নেতাদের মধ্যে ছিলেন- ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু, ইতালীয় প্রধানমন্ত্রী গুইসেপ কোন্তে, ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড সাসোলিসহ অনেকেই। এছাড়া গত বুধবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজনে অংশ নেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। বৃহস্পতিবার পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয় তার স্বেচ্ছা-আইসোলেশনে যাওয়ার খবর জানিয়েছে। গত ১৪ ডিসেম্বর ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে তাদের প্রধানমন্ত্রী সাতদিনের জন্য সেলফ-আইসোলেশনে গিয়েছেন।
সূত্র : বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন