সন্তান জন্মে লৈঙ্গিক ভারসাম্য হারাচ্ছে ভিয়েতনাম। দেশটিতে ছেলে শিশু জন্ম নেওয়ার হার বাড়ছে। বিপরীতে মেয়ে শিশু জন্মের সংখ্যা কমছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ভিয়েতনামের জেনারেল স্ট্যাটেস্টিকস অফিস (জিএসও) বলেছে, জাতিসংঘের জনসংখ্যা তহবিল কর্তৃপক্ষ দেখেছে, ১৯৮৯ সালে ভিয়েতনামে নারীরা গড়ে ৩.৮ সংখ্যক সন্তানের জন্ম দিতেন। গত বছর নারীরা গড়ে ২.০৯ জন সন্তান জন্ম দিয়েছেন। সে দেশে সন্তান জন্ম দেওয়ার আদর্শ সংখ্যা ২.১। বর্তমানে ১০০ কন্যাশিশুর বিপরীতে ১১১.৫ জন ছেলেশিশু জন্ম নিচ্ছে। আর তা দেখে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০৩৪ সালের মধ্যে ভিয়েতনামে নারীর তুলনায় পুরুষের সংখ্যা ১৫ লাখ বাড়তে পারে শঙ্কা তৈরি হয়েছে। ১৪ থেকে ৪৯ বছর বয়সী নারী-পুরুষের মধ্যে এই ভারসাম্যহীনতা বাড়তে পারে। জিএসও কর্তৃপক্ষ গত শুক্রবার সাংবাদিকদের জানায়, আগামী ২০৫৯ সালের মধ্যে এই ভারসাম্যহীনতা ২৫ লাখে পৌঁঁছতে পারে। চায়োহানয়, ভিয়েতনামনেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন