শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আইএস ও কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলে কুর্দিদের পিপল’স প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে পৃথক সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। গত সোমবার তুর্কি সেনাবাহিনী সীমান্ত শহর জারাব্লুজে গোলাবর্ষণ করে। একই সঙ্গে মানবিজের কাছে কুর্দি ওয়াইপিজির অবস্থান লক্ষ্য করেও হামলা চালায় তুরস্ক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। এক তুর্কি কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেছেন, ওয়াইপিজেকে লক্ষ্য করে ২০টি হামলা চালানো হয়েছে। আর সীমান্ত অতিক্রম করে আইএসের অবস্থানের ওপর হামলা অব্যাহত আছে। তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে আইএসকে হটিয়ে দিতে প্রতিশ্রুতি দেয়ার পরই এ হামলা শুরু হলো। যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিল। তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির একটি শাখা বলে মনে করে। ১৯৮০’র দশক থেকে কুর্দিদের স্বাধীনতার জন্য তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে আসছে পিকেকে। ওয়াইপিজি বর্তমাসে তুরস্কের সীমান্তে হাসাকা থেকে আফরিন শহর পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ করে। ওয়াইপিজির রাজনৈতিক সংগঠন কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) একটি স্বায়ত্তশাসিত অঞ্চল রোজাবা হিসেবে দাবি করে। কুর্দিদের এই গ্রুপে বেশ উল্লেখ্যযোগ্য অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্রসমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ)। কুর্দি ও আরব যোদ্ধাদের সম্মিলিত এই শক্তি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওয়াইপিজিকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম কার্যকর শক্তি হিসেবে বিবেচনা করে। আগস্ট মাসের শুরুতে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার সহযোগিতায় আইএসের কাছ থেকে মানবিজ শহর দখল করে। তবে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের অবস্থানকে অগ্রহণযোগ্য বিপজ্জনক বলে মনে করে। তুরস্ক চায় সীমান্ত এলাকায় আইএস নিয়ন্ত্রিত অঞ্চল দখল করুক ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। তুর্কি-সিরিয়া সীমান্তের তুরস্ক অংশে থাকা সাংবাদিক হাশেম আহেলবারা জানান, কুর্দিদের অগ্রগতিতে তুরস্কের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কুর্দি গোষ্ঠীগুলোর দখলকৃত অঞ্চল বেড়ে যাওয়াতে উদ্বিগ্ন তারা। এর আগে বলা হয়েছিল এফএসএ আইএস নিয়ন্ত্রিত জারাব্লুজ শহরে তুরস্ক থেকে হামলা শুরু করবে। যাতে করে কুর্দিরা ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে না পারে। নাম প্রকাশ না শর্তে বিদ্রোহীদের এক কর্মকর্তা জানান, কয়েকশ’ এফএস ও সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধারা আগামী কয়েক দিনের মধ্যে তুরস্ক থেকে হামলা শুরু করবে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন