শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আবারো তালিবানের দখলে আফগানিস্তানের খেয়াজা ঘর

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আবারো আফগানিস্তানের কুন্দুজ সংলগ্ন তাখার প্রদেশের খোয়াজা ঘর জেলার মূল শহরটি দখলে নিয়েছে তালিবান। এর পরিপ্রেক্ষিতে আফগান কুন্দুজদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা আরো প্রবল হলো। ওই এলাকা থেকে আফগান সরকারি বাহিনীর সরে আসার সংবাদটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। স্থানীয় পুলিশপ্রধান নুর মোহাম্মদ হাকিমি গত সোমবার জানান, খোয়াজা ঘর শহরের বাজারের মধ্যে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলেছে। এরপর সাময়িকভাবে পিছিয়ে গেছে সেনাবাহিনী। এদিকে, আফগানিস্তানের তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, এদিন খুব ভোরে তাখার প্রদেশের খোয়াজা ঘর দখল করা হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক। কারণ তাখার প্রদেশের খোয়াজা ঘর জেলার সংলগ্ন অঞ্চলই হলো কুন্দুজ। তাই তালিবানের খোয়াজা ঘর তালেবানের দখলে চলে যাওয়ায় আতঙ্কিত কুন্দুজবাসী দ্রুত ওই অঞ্চল থেকে সরে যাচ্ছে। যেভাবে দেশের উত্তরাংশে সেনাবাহিনী পিছু হটছে তাতে কুন্দুজের পতন হওয়ার শঙ্কা প্রবল। আর কুন্দুজ ও তাখার প্রদেশ তালেবানের দখলে চলে গেলে সমস্যা বাড়বে সীমান্ত-সংলগ্ন রাষ্ট্র তাজিকিস্তানের। তাই তালিবানের অনুপ্রবেশ রুখতে সীমান্তে বিশেষ নজরদারি চালাচ্ছে তাজিক সরকার। উল্লেখ্য, গত বছর এই প্রদেশটি কিছু দিনের জন্য তালিবান দখলে চলে গিয়েছিল। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন