সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ন্যান্সি পেলোসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি খুব অল্প ভোটের ব্যবধানে গতকাল রোবার ফের মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ৮০ বছর বয়সী এই ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন। রয়টার্স, বিবিসি।

ডেমোক্র্যাট দলের ন্যান্সি পেলোসি ২১৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন। অন্যদিকে তার বিরোধী রিপাবলিকান দলের কেভিন ম্যাক কারথি পেয়েছেন ২০৯ ভোট।
নির্বাচিত হওয়ার পর পেলোসি করোনা ভাইরাস প্রসঙ্গ টেনে বলেন, ‘খুবই কঠিন এ সময়ে আমরা নতুন কংগ্রেসের যাত্রা শুরু করছি। আমাদের জরুরি অগ্রাধিকার করোনাকে পরাজিত করা। আমরা করোনাকে পরাজিত করতে পারবো।’
মার্কিন প্রতিনিধি পরিষদে আসন সংখ্যা ৪৩৫ হলেও ভোট দিয়েছেন ৪২৭ জন। কারণ নবনির্বাচিত কিছু কংগ্রেস সদস্য কভিড-১৯ এর কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন।
ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র নারী স্পিকার। এছাড়া তিনি হাউস ডেমোক্র্যাটসের নেতৃত্ব দিয়েছেন ১৭ বছর ধরে। চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। সূত্র : রয়টার্স, বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন