সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন বছরে বিশ্বব্যাপি শেয়ারবাজারে লেনদেনের রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ৭:৩৫ পিএম

নতুন বছরের প্রথম কার্যদিবস সোমবারে বিশ্বব্যাপী শেয়ার বাজারগুলোতে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন দেয়া শুরু হওয়ায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ অর্থনীতি আবার সচল হবে বলে আশা করছেন বিনিয়োগকারী। এ কারণেই লেনদেন বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার ডলারের বিপরীতে চাইনিজ ইউয়ানের মূল্য প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের এপ্রিল মাসের পরে ডলারের দাম সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। তবে মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে বিটকয়েনের দাম ৮০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি বিটকয়েনের মূল্য ৩২ হাজার ডলারের উপরে উঠে এসেছে। ইউরোপের শেয়ার বাজারগুলোও চাঙ্গা হয়ে উঠেছে। ব্রিটেনের এফটিএসই ১০০তে ১ দশমিক ৭৫ শতাংশ, জার্মানির ডিএএক্সে ১ দশমিক ১ শতাংশ, স্পেনের আইবেক্সে ১ দশমিক ৩ শতাংশ এবং ইতালির এফটিএসই এমআইবিতে ০ দশমিক ৭ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। এমএসসিআইয়ের অল-কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স, যা ৪৯ টি দেশের জুড়ে স্টক ট্র্যাক করে, লন্ডনে বাণিজ্য শুরুর পরদিন প্রায় অর্ধ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চে দরে পৌঁছেছিল। সেখানকার একজন ব্যবসায়ী বলেন, ‘২০২০ সমাপ্ত হওয়ার সাথে সাথে নতুন বছরটি শুরু হচ্ছে দুইটি ‘ভি’ ডিকোটোমি (ভাইরাস বনাম ভ্যাকসিন) নিয়ে। এর সাথে তারল্য সঙ্কটের কোনও ইঙ্গিত নেই দেখে ব্যবসায়ীদের মধ্যে উদ্দীপনা বেড়েছে। ফলে লেনদেনও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’ এশিয়ার স্টক মার্কেটগুলোও লাভ করেছে। যদিও জাপানের নিক্কির প্রারম্ভিক প্রবৃদ্ধি ২২৫ সূচক কমেছে। দেশটির সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় টোকিও ও এর আশেপাশের তিনটি এলাকায় জরুরি অবস্থা জারির চিন্তা-ভাবনা করছে বলে প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা ঘোষণা দেয়া পরে সেখানে লেনদেন ০ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

তবে ভ্যাকসিনগুলো নিয়ে আশাবাদ সত্ত্বেও, বিনিয়োগকারীরা এখনও সাবধানতা অবলম্বন করছেন, যার জন্য নতুন স্ট্রেনও অনেকটা দায়ী। এসইবির অন্যতম কৌশলবিদ কার্ল স্টেইনার বলেন, ‘ভ্যাকসিনগুলোর অসম বিতড়ন, সঙ্কট ও প্রতিরোধে বিলম্বের কারণে এই উদ্বেগ আরও কিছুদিন থাকবে।’ ব্রিটেনে সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা দ্বারা প্রস্তুতকৃত করোনা ভ্যাকসিন প্রদান করা শুরু হয়েছে। ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মার্ক হাফেল বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে ২০২১ সালে আর্থিক ও আর্থিক উৎসাহমূলক ব্যবস্থাগুলো লেনদেন বাড়াতে সহায়তা করবে এবং আমরা বিশ্ব অর্থনীতি পুণরুদ্ধারে আরও ভূমিকা রাখতে পারবো।’ সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন