শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আগরতলায় ১৪৪ ধারা জারি

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় উপজাতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শহরে ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। ইনডিজেনাস পিপলস পার্টি অফ তুইপ্রার আইপিএফটি-এর ব্যানারে ডাকা মিছিলে ত্রিপুরার উপজাতিদের জন্য পৃথক রাজ্যের দাবি তোলা হয়। মিছিল শুরুর পর স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মিছিলকারীরা। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১৫ জন আহত হয়। পরে সংঘর্ষ তা গোটা শহরেই ছড়িয়ে পড়ে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান রাজ্য পুলিশের প্রধান কে নাগরাজ। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন