শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রুশ হ্যাকারদের খপ্পরে নিউইয়র্ক টাইমস

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রুশ হ্যাকারদের খপ্পরে পড়েছিল নিউইয়র্ক টাইমস। এরই মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায় সাইবার হামলার পেছনে রুশ হ্যাকারদের হাত ছিল কি-না, তা খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়, হ্যাকিংয়ের পেছনে রুশ গোয়েন্দাদের হাত রয়েছে বলেই বিশ্বাস এফবিআই কর্মকর্তাদের। তবে হ্যাকাররা পত্রিকাটির পুরো নেটওয়ার্ক ব্যবস্থায় অন্প্রুবেশ করতে পারেনি বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। বরং স্বতন্ত্র কয়েকটি প্রতিবেদন আক্রান্ত হয়েছে। পত্রিকাটির একজন মুখপাত্র বলেন, হ্যাকাররা তাদের অভ্যন্তরীণ  ব্যবস্থায় অনুপ্রবেশ করতে পারেনি। কয়েক মাস আগে অনুপ্রবেশের এই ঘটনা ঘটেছে। হ্যাকাররা কয়েক দফায় হামলা চালিয়েছে। তবে কি কারণে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং কোন কোন প্রতিবেদন আক্রান্ত হয়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি। খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক পার্টি সংগঠকদের বিরুদ্ধে যে হ্যাকাররা জড়িত ছিল তারাই নিউইয়র্ক টাইমস হ্যাক করেছে। আরেক খবরে বলা হয়, গত জুনে হ্যাকাররা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি কম্পিউটার হ্যাক করে। ওই সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, রাশিয়ার সরকারি সংস্থাগুলো এ হ্যাকিং-এর পেছনে ছিল। এবিসি নিউজ, সিএনএন, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন