শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সেনা পাঠাচ্ছে বাহরাইন

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটে অংশ নিতে বাহরাইন সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাবে বলে গত শুক্রবার উপসাগরীয় দ্বীপ দেশটি জানিয়েছে। বাহরাইনের প্রধান মিত্র সউদি আরব সিরিয়ায় স্থল অভিযান চালানোর ঘোষণার একদিন পরে বাহরাইন এ ঘোষণা দিল। ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ বিন মোহাম্মদ আল-খলিফা গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধে সউদির সঙ্গে যুগপৎভাবে বাহরাইন কাজ করতে চায়। সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাতে বাহরাইন প্রস্তুত। তিনি আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতও স্থল অভিযানে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আরব আমিরাত সউদি প্রভাবিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) অন্যতম সদস্য দেশ। গত বৃহস্পতিবার সউদি আরব জানিয়েছে, মার্কিন জোট সিরিয়ায় স্থল অভিযান চালানোর প্রয়োজনীয়তা বোধ করলে সউদি তাদের সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত। এপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Yusuf ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০৬ পিএম says : 0
সেনা পাঠাচ্ছে বাহরাইন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন