শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

উৎখাতের চক্রান্তের মুখে পড়তে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন উৎখাত চক্রান্তের মুখে পড়েছেন। কয়েকটি সূত্র উল্লেখ করে খবরে বলা হয়েছে, মালদ্বীপে আবদুল্লাহ ইয়ামিনের বিরোধীরা কয়েক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সুযোগের সন্ধান করছে। আরেক খবরে বলা হয়, ৬০ বছর যাবত দেশটিতে মৃত্যুদ- বন্ধ থাকার পর এখন তা আবার চালু হচ্ছে। সরকারের এ সমস্ত পদক্ষেপের সমালোচনা করেছে জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রও। প্রেসিডেন্ট ইয়ামিনের মুখপাত্র বলেছেন, তারা কেন্দ্রীয় সরকারকে উৎখাতের চেষ্টা চালানোর দাবির বিষয়ে ওয়াকিবহাল। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত ইয়ামিনের আমলে মালদ্বীপে অতীতের দমনপীড়নের শাসন ফিরে আসতে পারে- এমন আশঙ্কায় দেশটিতে ঘন ঘন বিক্ষোভ সংঘটিত হচ্ছে। মালদ্বীপ ২০০৮ সালে গণতান্ত্রিক শাসনে আসে। ওই সময় সাবেক মানবাধিকারকর্মী মোহাম্মদ নাশিদ মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হন। ওই নির্বাচন দ্বীপদেশটির সাবেক লৌহমানব মামুন আব্দুল গাইয়ুমের তিন দশকব্যাপী শাসনের অবসান ঘটায়। এক বিচারককে গ্রেপ্তারের আদেশ দেয়ার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১২ সালে নাশিদকে আটক করা হয়। এর কয়েকমাস পরে সেনা বিদ্রোহ ও গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন তিনি। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন ২০১৩ সালে এক বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন হন। সাবেক প্রেসিডেন্ট গাইয়ুমের সৎ ভাই তিনি। ইয়ামিনকে উৎখাতের কী পরিকল্পনা চলছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন