উত্তর : জায়েজ হবে। কারণ, এখানে স্পিরিট আর স্পিরিট থাকে না। স্পিরিট ব্যবহারের পর এটি ওষুধে পরিণত হয় এবং এর পরিমাণ এতই কম যে, এটি আলাদাভাবে এক ফোটা গ্রহণ করলে স্পিরিটের কোনো ক্ষতি বা লাভ মানুষের হয় না। একটি জিনিষ যদি তার মূল থেকে সরে গিয়ে অন্যকিছুতে রূপান্তরিত হয়, তখন এটি আর আগের হুকুমে থাকে না। এখানে স্পিরিট ওষুধে পরিণত হওয়ার কারণে ও তাতে স্পিরিট বিভক্ত হতে হতে এত কম হয়ে যায় যে তখন এটি আর স্পিরিট থাকে না। কাজেই হোমিও ওষুধ ব্যবহার ও চিকিৎসা করে টাকা নেওয়া জায়েজ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন