শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নেপালে বাস নদীতে পড়ে ২০ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালের চিতওয়ান জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নিচে থাকা নদীতে পড়ে ডুবে গেলে অন্ততপক্ষে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভোর পৌনে ৫টার দিকে নারায়নগাদ-মুগলিন সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাসটি ত্রিশুলি নদীতে ডুবে যায়। এর আগে গেল ১৫ অগাস্ট দেশটিতে গ্রামবাসীর বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে গেলে ৩৩ জনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আরো ২৮ জন আহত হন। রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পূর্বে খারে খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি সড়ক থেকে গড়িয়ে ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। পাহাড়ি পথে বাসটি কার্তিক দেউরালি গ্রামের দিকে যাচ্ছিল। গেল বছরের ভয়াবহ ভূমিকম্পে নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে এ গ্রামটি অন্যতম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সরকারের দেয়া প্রথম ক্ষতিপূরণের অর্থ নিয়ে গ্রামে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী। হিমালয় পর্বতের কোল ঘেঁষা নেপালে এখন বর্ষাকাল চলছে। বৃষ্টির কারণে পার্বত্য পথের সরু সড়কগুলো এ সময় অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে। সাধারণত বর্ষাকালে দেশটিতে অনেক বাস দুর্ঘটনা ঘটে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন