ইনকিলাব ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে নির্মিত বিশ্বের সর্ববৃহৎ সেতুটি খুলে দেয়া হয়েছে। সেতুটি নির্মাণ করতে প্রায় তিন বছর সময় লাগে এবং এর নির্মাণে ব্যয় হয় ৩শ’ কোটি ইউরো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান আশা করেন যে, সর্বশেষ এই মেগা প্রকল্পটির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার হবে এবং ইতিহাসে সেতুটি জায়গা করে নেবে। তিনি আরো বলেন, মানুষ মারা যায়, কিন্তু তাদের কাজ অমর হয়ে থাকে। বসফোরাস প্রণালীর উপরে এটি তৃতীয় সেতু। সেতুটির উপরে ৮ লেনের সড়ক পথ এবং দুটি রেললাইন রয়েছে। নতুন নির্মিত সেতুটি ব্যবহারের ফলে অন্য দুটি সেতুর উপরে চাপ কমবে এবং সেতুটি শহরের উত্তরাঞ্চলের উন্নয়নে সহায়ক হবে। ষোড়শ শতকে অটোমন সা¤্রাজ্যের সুলতান প্রথম সেলিমের নামে প্রথমে সেতুটির নামকরণের সিদ্ধান্ত হয় কিন্তু সুলতান সেলিম বিতর্কিত ব্যক্তিত্ব হওয়ায় পরে এটির পুনঃনামকরণ করা হয় ‘মার্টিয়ার্স অফ জুলাই ১৫ ব্রিজ’ নামে। ব্যর্থ অভ্যুত্থানের পরে এটা এরদোগান সরকারের একটা বড় ধরনের প্রকল্পের বাস্তবায়ন। এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টাকালে বিকল্প সেতু দুটির উপর এরদোগান সমর্থকদের সঙ্গে ষড়যন্ত্রকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে এরদোগান সরকারের অনেক সমর্থক নিহত হয়। নিহতদেরকে শহীদ হিসেবে ঘোষণা করে তাদের স্মরণে সেতুটির নামকরণ করা হয়েছে। ইউরো নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন