রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মহাকাশচারীদের হৃদরোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি : গবেষণা

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুগ যুগ ধরে মানুষের কাছে একটি রহস্যের জায়গা মহাকাশ। অনেকে আবার ঘুরেও আসতে চান সেই আকাশপুরীর দেশ। অনেক চান মুন-ওয়াক করতে বা চাঁদের পৃষ্ঠে হাঁটতে। তবে সাবধান! মহাকাশ ভ্রমণে হতে পারে হৃদরোগ। সামান্য হাতেগোনা কয়েকজন মানুষ মহাকাশে পাড়ি দেয়ায় এখনো এ নিয়ে ঠিকমতো গবেষণা হয়নি। কিন্তু যেটুকু অল্পস্বল্প তথ্য হাতে এসেছে তাতেই পাওয়া গেছে এই চমকপ্রদ তথ্য। ১৯৯১ সালে ৬১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নভোচারী জেমস আরউইন। ৪৩ বছর বয়সে যখন তার প্রথম হার্ট অ্যাটাক হয়, তার ঠিক দুই বছর আগে চাঁদ থেকে ঘুরে এসেছিলেন তিনি। নাসার চিকিৎসকরা দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র পাননি। তবে আরউইনের মৃত্যুর ঠিক এক বছর আগে ১৯৯০ সালে মারা যান তারই সঙ্গী নভোচারী রন ইভান্স। তখন তার বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। আর কারণ সেই হার্ট অ্যাটাক। ২০১২ সালে নিল আর্মস্ট্রংও মারা যান কার্ডিওভাস্কুলার সার্জারির সময় জটিলতার কারণে। এই তিনজনের মধ্যে দুটি জিনিস সাধারণ বৈশিষ্ট্য পেয়েছেন ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বিশেষজ্ঞ মাইকেল ডেল্প। এরা সবাই চাঁদে হেঁটেছেন। দ্বিতীয়ত, তিনজনই হৃদরোগের শিকার। যদিও পৃথিবীর কক্ষপথ ছেড়েছেন এমন মানুষের সংখ্যা এতটাই নগণ্য যে এ থেকে কিছু স্পষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত মাত্র ২৪ জন পৃথিবীর কক্ষপথের বাইরে গেছেন, তাদের মধ্যে মারা গেছেন সাতজন। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তো আরো নগণ্য। মোটে তিন। এনডিটিভি, ওয়াশিংটন পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন