বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রত্যাহার নয়, নিষেধাজ্ঞা থাকবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম


করোনা ভাইরাস সংক্রমণের কারণে ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ এবং ব্রাজিলের বিরুদ্ধে দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২৬শে জানুয়ারি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার বিরুদ্ধে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। তার এক মুখপাত্র বলেছেন, এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউজ এক ডিক্রি জারি করেছে। তাতে বলা হয়েছে, ওইসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা শেষ হবে ২৬ শে জানুয়ারি। বাইডেনের মুখপাত্র জেন পসাকি টুইটারে বলেছেন, এখন ভ্রমণ বিষয়ক নিষেধাজ্ঞা শিথিল করার সময় নয়। মার্চে ইউরোপের বেশির ভাগ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রে। মে মাসে একই নিষেধাজ্ঞা দেয়া হয় ব্রাজিলের ওপর। জেন পসাকি টুইটারে বলেছেন, আমাদের মেডিকেল টিমের পরামর্শে এখনই ১/২৬ বিষয়ক বিধিনিষেধ প্রত্যাহার করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ডিক্রি জারির পর পরই এ টুইট করেন মিস পসাকি। তিনি আরো বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ আরো ছড়িয়ে পড়া রোধে আমরা আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছি। এখন বিশ্বে অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন