রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিতর্কে যোগ দিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘তান্ডব’ নিয়ে তুলকালাম কান্ড চলছে ভারতে। রাজনৈতিক ময়দান থেকেও এসেছে হুংকার, এসেছে বয়কটের আহ্বান। এমন ঘোলাটে পরিস্থিতিতে আসরে নামলেন কঙ্গনা রনৌত। সিরিজের পরিচালক আলী আব্বাস জাফরের কঠোর সমলোচনা করেন তিনি।

মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে সাইফ আলী খান, ডিম্পল কাপাডিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘তান্ডব’। সিরিজে সমর প্রতাপ সিং-এর চরিত্রে অভিনয় করেছেন সাইফ। শিবা শেখরের চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ জিশান আইয়ুব, মূলত এ অভিনেতার একটি দৃশ্য নিয়েই তোলপাড়। সিরিজের পাশাপাশি আমাজন প্রাইম ওয়েব প্ল্যাটফর্মকেও বয়কটের ডাক দেয়া হয়। চাপের মুখে টিম ‘তান্ডব’ টিমের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমাও চাওয়া হয়। বাড়ানো হয়েছে সাইফ আলী খানের নিরাপত্তা। এই প্রসঙ্গেই বিজেপি নেতা কপিল মিশ্র টুইটারে লেখেন, “আলী আব্বাস জাফরজি কখনো নিজের ধর্ম নিয়ে সিনেমা বানিয়ে ক্ষমা চেয়ে দেখুন না। মত প্রকাশের সমস্ত স্বাধীনতা আমাদের ধর্মের ক্ষেত্রেই কেন? কখনো নিজের ঈশ্বরের উপহাস করেও ক্ষমা চান। দেশের আইন আপনার অপরাধের বিচার করবে। বিষাক্ত কাহিনি ফেরত নিন, ‘তান্ডব’ সরাতেই হবে।” কপিলের এই টুইট শেয়ার করেই হিন্দিতে কঙ্গনা লেখেন, “আল্লাহকে নিয়ে উপহাস করার সাহস আছে?” তবে পাল্টা কোনো জবাব দেননি আলী আব্বাস জাফর। সূত্র : দ্য কুইন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন