শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্যারাগুয়েতে ৮ সেনা নিহত

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় অন্তত আটজন সামরিক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো দো ভারগা। তিনি বলেন, গত শনিবার রুটিন মাফিক পেট্রোলের সময়ই তাদের উপর ভারী গোলাবারুদ নিয়ে হামলা করে বিদ্রোহীরা। হামলাকারীরা বিদ্রোহী সংগঠন ‘প্যারাগুয়েন পিপলস আর্মি’। দেশটির রাজধানী আসনসিও থেকে ৫০০ কিলোমিটার দূরে আরোয়িতো গ্রামে এই ঘটনা ঘটে। সেনারা যেখানে পেট্রলিং করতো সেখানে বোমা স্থাপন করে রাখে। সেই বোমাতেই নিহত হয় সেনারা। ইপিপিতে মাত্র ৫০ থেকে ১৫০ জন বিদ্রোহী রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়েবসাইট
ফিলিপাইনে কারাগার থেকে বন্দি ছিনতাই
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক একটি গ্রুপ ফিলিপাইনের একটি কারাগারে হামলা চালিয়ে আট সঙ্গীকে ছিনতাই করে পালিয়ে গেছে। এ সময় অন্য মামলার আরো দুই আসামিও পালিয়ে গেছে। মারাউই শহরের লানাও ডেল সুর প্রাদেশিক কারাগারে শনিবার গভীর রাতে এ হামলা চালানো হয়। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে প্রায় ২০ জন সন্ত্রাসী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারে হামলা চালায়। পরে তারা নিরাপত্তা প্রহরীদের নিরস্ত্র করে ফেলে এবং তাদের আট বন্দিকে মুক্ত করে। হামলাকারীরা যাওয়ার সময় কারারক্ষীদের দুটি রাইফেলও নিয়ে গেছে। যে আটজনকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে, তাদের এক সপ্তাহ আগে একটি নিরাপত্তা চৌকিতে হাতে তৈরি বোমাসহ গ্রেপ্তার করা হয়েছিল। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন