শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘শয়তানের চোখ’ নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

প্রায় ৫ হাজার বছর ধরে প্রচলিত একটি তাবিজকে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তাবিজটির স্থানীয় নাম ‘নজর বোনচু’, যা মূলত ‘শয়তানের চোখ’ বলে পরিচিত।
এ বিষয়ে তুরস্কের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বহুল প্রচলিত এ বস্তুটি আসলে কি কাজ করে তা জানা যায়নি। কিন্তু জনগণের মধ্যে এটির ব্যাপক ব্যবহার ধর্ম বিশ্বাসে আঘাত হানতে পারে। কারণ ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া আর কেউ বা কোনো বস্তু ভালো বা খারাপ করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ওপর বিশ্বাস এবং তার ব্যবহার একেবারেই নিষিদ্ধ।

‘নজর বনজু’ নামে এ তাবিজটি মূলত বর্তমানে অলঙ্কার হিসেবেই বেশি ব্যবহৃত হয়। অলঙ্কারটি দেখতে নীল রঙের বৃত্ত ও তার মাঝে সাদা চোখ সদৃশ। প্রাচীনকাল থেকে তুর্কিদের বিশ্বাস, এ তাবিজ দুষ্ট নজর থেকে সুরক্ষা দেয়। তুরস্কে তুমুল জনপ্রিয় এ তাবিজ। আর এমন জনপ্রিয় প্রতীককে এক ফতোয়ার মাধ্যমে নিষিদ্ধ করেছে তুর্কি ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সূত্র : আনাদুলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Mustafizur Rahman Ansari ২৮ জানুয়ারি, ২০২১, ২:৩৭ এএম says : 0
Very good decision
Total Reply(0)
মোহাম্মদ আব্দুস সালাম ২৮ জানুয়ারি, ২০২১, ৭:০২ এএম says : 0
রায়টি পড়ে খুব ভাল লাগল। আসলে প্রতিটি মুসলিম দেশেই এমনটি উচিৎ বলে আমি মনে করি।
Total Reply(0)
Zakiul+Islam ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ পিএম says : 0
Turkey is calling the Muslim world to return to the path of the Quran and Sunnah
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন