বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরবি শিলালিপির সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

সউদী আরবে হাজার বছরের পুরোনো প্রাচীন আরব জনপদের তৈরি ১৩ ধরনেরও বেশি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। অধিকাংশ শিলালিপি আরবি ভাষায় লিখিত বলে প্রতœতত্ত¡বিদরা জানিয়েছেন।
সউদীল কিং ফয়সাল সেন্টার রিসার্চ এন্ড ইসলামিক কালচারালের আরবি শিলালিপি ও সংস্কৃতি বিষয় গবেষক ডক্টর সুলায়মান আল দিয়াব জানান, ‘নুতন পাওয়া শিলালিপির মধ্যে প্রাচীনতমটি হল আরবীয় ইসলামিক এবং আরবি-সম্পর্কিত সামুদিক শিলালিপি যা ১২০০ খীষ্ট্রপূর্বাব্দ সময়ের। অর্থাৎ, ৩২০০ বছরের পুরানো।’ তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক সামুদিক শিলালিপি পাইনি কারণ সেগুলোর বেশিরভাগই সামাজিক এবং প্রাচীন সামুদিক বা আরব ব্যক্তিদের চিন্তার প্রতিফলন ঘটায়। এগুলোর বেশিরভাগই আমরা মরুভ‚মি, বাণিজ্য পথে এবং আলুলা, নজরান, তৈমা এবং আল-জৌফের মতো শহরগুলো থেকে পেয়েছি। যেগুলো সে সময়ের রাজধানী ছিল।’ তিনি জানান, উত্তর-পশ্চিম আরবে পাওয়া লিহানাইট শিলালিপিগুলোর সাথে এই সামুদিক, সাফাইটিক, নাবাতি এবং আরামাইক উপভাষায় লেখা শিলালিপি ও দক্ষিণ আরবীয় সাবাইয়ান এবং মিনিয়ান উপভাষায় লেখা শিলালিপিগুলোর মিল রয়েছে। সউদীর হেইল অঞ্চলের উত্তর ও দক্ষিণাঞ্চল সর্বাধিক গুরুত্বপূর্ণ শিলালিপি পাওয়া গেছে। প্রাচীন ইতিহাসে এটি সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে স্বীকৃত। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত জুব্বাহ নগরীও এই অঞ্চলের আছে। সূত্র : আরব নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন