রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মদের বদলে অ্যান্টিফ্রিজ পান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সামরিক ঘাঁটির ১১ জন সেনা ভুলবশত মদের বদলে অ্যান্টিফ্রিজ পান করেছেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন কর্মকর্তা শুক্রবার এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এল পাসোর ফোর্ট ব্লিসের ১০ দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সেনাদের মধ্যে এমন কন্ডি ঘটেছে। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, সেনারা অ্যালকোহল মনে করে অ্যান্টিফ্রিজ পান করেছে। ওই সামরিক ঘাঁটির মুখপাত্র বলেন, ল্যাব পরীক্ষায় সেনাদের অসুস্থ হওয়ার কারণ হিসেবে শনাক্ত হয়েছে ইথিলিন গ্লাইকল যা অ্যান্টিফ্রিজ হিসেবে পরিচিত। সেনা কর্মকর্তারা বলেছেন, অ্যান্টিফ্রিজ পানের কারণে কিডনি সমস্যা হতে পারে সেই সঙ্গে হতে পারে মৃত্যু। অসুস্থ সেনাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবরে বলা হয়েছে। এনবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন