ইনকিলাব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের জনসমর্থন দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ৬০ শতাংশ ছাড়িয়েছে। প্রায় একই ভাগ মানুষ ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকস গেমস পর্যন্ত আবেই ক্ষমতায় থাকুকÑ এমনটাই দেখতে চায়। সোমবার প্রকাশিত এক গণমাধ্যম জরিপে এই চিত্রই উঠে এসেছে। আগস্টের ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত চালানো নিক্কেই বিজনেস ডেইলির চালানো জরিপে দেখা যায়, আবের মন্ত্রিসভার প্রতি ৬২ শতাংশ জনগণের সমর্থন রয়েছে। চলতি মাসের শুরুর দিকে চালানো জরিপের ফলাফল থেকে এই ফলাফলে চার পয়েন্ট বেশি এসেছে। পত্রিকাটি ধারুা প্রকাশ করে জানিয়েছে, অলিম্পিকের উন্মাদনার কারণে আবের প্রতি সমর্থনের এই ঊর্ধ্বগতি। রিও ডি জেনেইরোয় এবারের অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে আবে জনপ্রিয় ভিডিও গেমের চরিত্র মারিয়োর পোশাকে উপস্থিত হয়েছিলেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন