শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিদেশিদের স্বল্পবসনা না হওয়ার পরামর্শ পর্যটনমন্ত্রীর

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এদেশে নিরাপদে থাকতে হলে স্কার্ট পরা উচিত নয়। এমনকি ছোটখাটো পোশাক পরাও অনুচিত। বিদেশি মহিলা পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে এমন উপদেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মহেশ শর্মা, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। এর আগেও মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সোমবার তাজ সিটিতে সাংবাদিকদের মন্ত্রী জানান, নিরাপত্তার জন্য বিদেশি মহিলা পর্যটকদের ছোটখাটো পোশাক এড়িয়ে চলা উচিত। স্কার্ট ছেড়ে অন্যকিছু পরা উচিত। কারু ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি থেকে আলাদা। একই সঙ্গে রাতে বিদেশিনীদের একা বের না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। মহেশ শর্মা আরো বলেন, বিদেশি পর্যটকদের যে উপদেশমূলক পুস্তিকা দেয়া হবে তাতে এই বিষয়গুলো উল্লেখ থাকবে। এখানেই থামেননি মহেশ শর্মা। তিনি বলেছেন, মথুরা ও বৃন্দাবনের মত জায়গা ভ্রমণ করলে অবশ্যই ভারতীয় সংস্কৃতির প্রতি সংবেদনশীল হতে হবে বিদেশিনীদের। দ্য টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন