ইনকিলাব ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দরে মাতাল অবস্থায় বিমান চালানোর দায়ে দুই পাইলটকে আটক করা হয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে তারা দ্বিতীয়বার একই অভিযোগে আটক হলেন। পুলিশ রোববার জানায়, এই দুই পাইলট মাতাল অবস্থায় ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান চালাতে যাচ্ছিলেন। বিমান নিয়ে তাদের নিউজার্সির নিউওয়ার্ক বিমানবন্দরে যাওয়ার কথা ছিলো। তার আগেই তাদের গ্রেফতার করা হয়। এদের বয়স ৩৫ ও ৪৫ বছর। তারা এখন স্কটল্যান্ড পুলিশের হেফাজতে আছে। সোমবার গ্লাসগোতে তাদের ব্যাপারে প্রথমিক শুনানি হবে। ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা যে বিমানটি চালাতে যাচ্ছিলেন, তাতে ক্রুসহ বিভিন্ন দেশের ১৪১ জন যাত্রী ছিলেন। এএফপি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন