বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দিল্লির পর কৃষকদের বিক্ষোভ যোগীরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির পর এবার ভারতের উত্তর প্রদেশে বিক্ষোভ করেছে কয়েক হাজার কৃষক। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের হুমকি-ধমকি উপেক্ষা করেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশের একাধিক প্রান্তে মহাপঞ্চায়েতের ঘোষণা দিয়েছিল রাষ্ট্রীয় লোক দল। এই মহাপঞ্চায়েত কর্মসূচি বাতিল করতে মহামারি আইনকে নতুন করে ঢাল করে যোগি সরকার। উত্তর প্রদেশের সরকারের জানিয়েছে, আগামী ৩ এপ্রিল পর্যন্ত রাজ্যে বড় কোনো জমায়েত করা যাবে না। শুক্রবার সরকারের সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিক্ষোভ করে হাজার হাজার কৃষক। রাজ্যের ভাইনল গ্রামের আখচাষী জিতেন্দ্র সিং বলেন, এখানকার সবাই আন্দোলনে যোগ দিতে যাচ্ছে। আন্দোলনরত কৃষকদের কাছাকাছি সশস্ত্র পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, গত মাসে রাজধানী দিল্লিতে হাজার হাজার কৃষক জড়ো হয়ে বিক্ষোভ করেছিলেন। এক পর্যায়ে কৃষকদের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনাও ঘটেছে। এরপরও ক্ষমতাসীন বিজেপি সরকার কৃষি আইন বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। কৃষকদের দাবি, এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের সুবিধা দেওয়া হয়েছে। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন