শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কারবালায় বিয়ের অনুষ্ঠানে হামলা

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর কারবালার কাছে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ইরাকি পুলিশ কর্তৃপক্ষ গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে রোববার দিনের শেষভাগে এই হামলার ঘটনা ঘটে। কারবালা শহরটি শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত। এর আগে গেল মাসের প্রথমদিকে দেশটির রাজধানী বাগদাদে ইসলামিক স্টেটের (আইএস) জোড়া বোমা হামলায় দেড়শতাধিক মানুষ নিহত হয়েছেন। ইন্টারনেটে আইএসের সমর্থকদের প্রচার করা একটি বিবৃতিতে বাগদাদের কারাদায় চালানো ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।
ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস জঙ্গিদের দখল থেকে ফাল্লুজা শহর পুনরুদ্ধার করার এক সপ্তাহ পর ওই হামলা চালায়। ফাল্লুজার ঘাঁটি থেকে আইএস জিহাদিরা বাগদাদে বোমা হামলা চালাত বলে জানিয়েছিল ইরাকি কর্তৃপক্ষ। ইরাকে ও সিরিয়ায় সরকারি বাহিনী ও যুক্তরাষ্ট্রসমর্থিত বিদ্রোহীদের অভিযানের মুখে চাপের মধ্যে আছে আইএস। তবে চাপের মধ্যে থাকলেও গোষ্ঠীটি এখনো দেশ দুটির বিশাল এলাকা দখল করে রেখেছে। গোষ্ঠীটির দখলকৃত এলাকাগুলোর মধ্যে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও আছে। সাবেক সেনা কর্মকর্তা ও বাগদাদের নিরাপত্তা বিশ্লেষক জসিম আল-বাহাদলি রয়টার্সকে তখন বলেছিলেন, শুধুমাত্র একটি এলাকা থেকে বোমা হামলা পরিচালিত হতো, এমন চিন্তা করা সরকারের ভুল ছিল। বরং ‘স্লিপার সেল’ সব জায়গায় ছড়িয়ে আছে এবং তারা স্বাধীনভাবেই হামলা পরিচালনা করছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন