ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সিংহলি নববর্ষের দিন ‘এ’ লেভের পরীক্ষা পড়ায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে শ্রীলঙ্কার এ কিশোর প্রেসিডেন্টের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে জানানো হয়। পুলিশ জানায়, তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কিশোরকে। উল্লেখ্য, গত শুক্রবার ও শনিবার সিরিসেনার ওয়েবসাইটটি আক্রান্ত হয়। হ্যাকাররা নিজেদের শ্রীলঙ্কান ইয়ুথ বলে পরিচয় দেয়। অবশ্য গত সোমবার থেকে হ্যাক হওয়া সাইটটি পুনরায় কাজ করছে বলে জানানো হয়েছে। সাইটটি পুনরায় চালু হওয়ার পরপরই আবারও সেটি আক্রান্ত হয়। এবার পরীক্ষার তারিখ পরিবর্তনের বার্তা দেয়ার পাশাপাশি প্রেসিডেন্টকে শ্রীলঙ্কার ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানোর অথবা সাইবার যুদ্ধের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, যদি আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে, প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করুন। প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন কাজ বন্ধ করুন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে আরও মনোযোগী হন। খবরে বলা হয়, প্রতিবছর এপ্রিলের মাঝামাঝিতে সিংহলি ও তামিল নববর্ষ উদযাপন করা হয়। শ্রীলঙ্কানরা বেশ জাঁকজমক পূর্ণভাবে নববর্ষ উদযাপন করে। আগামী বছর ‘এ’ এভেলের পরীক্ষা ওই সময়ই পড়েছে বলে জানিয়েছে। বিবিসি,রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন