ইনকিলাব ডেস্ক : দেশের ভেতরেই ৪১ জন জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছে সিঙ্গাপুর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদের বেশিরভাগই বিদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক এবং আক্রান্ত সবাই একই অঞ্চলে বাস করে অথবা কাজ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, আক্রান্ত ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং বাকি সাত জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে ৩৬ জনই বিদেশি শ্রমিক, যারা একই নির্মাণ সাইটে কাজ করে। পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ওই নির্মাণ সাইটের কাজ অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আক্রান্তরা একই এলাকায় বাস করলেও দেশের অন্যান্য অঞ্চলে জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন