মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওবামা-এরদোগান বৈঠক রোববার

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সপ্তাহেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সাথে এক বৈঠকে মিলিত হতে পারেন বলে হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সিরিয়ায় তুরস্কের চলমান অপারেশন ইউফ্রেটস শিল্ড অভিযানের উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দেয়া হল। ওবামার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস জানান, চীনে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের পূর্বে রোববার এই বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা চলমান সিরিয়া পরিস্থিতি, অভ্যুত্থান পরবর্তী তুরস্কের সাথে সম্পর্ক, আইএসের বিরুদ্ধে যুদ্ধ এবং সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এরদোগানের সাথে আলোচনা করবেন। উল্লেখ্য, গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ওবামা ও এরদোগানের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি তুরস্ক সিরিয়ায় যুদ্ধরত কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র তুরস্ককে কুর্দিদের বিরুদ্ধে অভিযান বন্ধের আহ্বান জানায়। সিরিয়ান কুর্দিদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তাই কুর্দিদের বিরুদ্ধে চালানো অভিযানের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।চলমান সিরিয়া যুদ্ধে কুর্দিপন্থী ওয়াইপিজি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সহযোগী। অন্যদিকে, তুরস্কের দৃষ্টিতে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সিরিয়ান অংশ। গত সোমবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কুর্দিপন্থী পিকেকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করেন। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন