ইনকিলাব ডেস্ক : দেড় মাসের বেশি সময় পরে ভূস্বর্গ কাশ্মির থেকে কারফিউ প্রত্যাহার করা হলেও উপত্যকার এম আর গুঞ্জ ও নাওহাট্টা পুলিশ স্টেশন এলাকায় কারফিউ চলছে। তবে স্বাধীনতাকামীদের ধর্মঘট ডাকার কারণে ৫৩ দিনের মতো স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। কাশ্মীরের এক পুলিশ কর্মকর্তার বরাতে জানানো হয়, শ্রীনগরের কেবল দুটি পুলিশ স্টেশন এম আর গুঞ্জ ও নাওহাট্টা এলাকায় মঙ্গলবার কারফিউ চলছে। উপত্যকার অন্য কোনো এলাকায় আর কারফিউ নেই। হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দমনে কারফিউ জারি করা হয়েছিল। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, পুলওয়ামা জেলায়ও কারফিউ তুলে নেয়া হয়েছে। গতকালও সেখানে কারফিউ বলবৎ ছিল। পরিস্থিতির উন্নতি ঘটনায় জেলা থেকে কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। পুলিশ কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার কয়েকটি এলাকায় অল্পস্বল্প পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে উপত্যকার সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া কাশ্মীরে আইনশৃঙ্খলা বজায় রাখতে স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সংবাদ সংস্থাটির খবরে জানানো হয়েছে। এদিকে, গত সপ্তাহ থেকেই শ্রীনগরে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা চলাচল বেড়েছে। জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন