ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী এমান্যুয়েল ম্যাকরন। ২০১৭ সালে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ডানপন্থি ম্যাকরন এতে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। অর্থমন্ত্রী হিসেবে তার স্থলাভিসিক্ত হচ্ছেন মাইকেল সাপিন। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ম্যাকরনের বয়স ৩৮ বছর। তিনি প্রাক্তন ব্যাংকার। তবে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সরকারে তিনি একজন বিতর্কিত মুখ হয়ে উঠেছেন। এদিকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তার সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তায় ম্যাকরন নিজেই ফ্রান্সে সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ, উচ্চবেকারত্ব এবং অর্থনীতির ধীর গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, প্রতিযোগিতার অভাবে এসব সমস্যা থেকে বের হতে পারছে না ফ্রান্স। ২০১৪ সালে প্রেসিডেন্ট ওলাঁদ তার সরকারের মন্ত্রী হিসেবে বেছে নেন ম্যাকরনকে। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম পরীক্ষায় পড়েন রোববারেও দোকানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে। এ জন্য তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস তথাকথিত ‘ম্যাকরন আইন’ ভোট ছাড়াই পার্লামেন্টে পাস করিয়ে নেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রেসিডেন্ট নির্বাচনে এমান্যুয়েল ম্যাকরন তরুণ ও বিশ্বজনীন চিন্তাভাবনার নাগরিকদের সমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের জনপ্রিয় সংবাদপত্র লা মঁদে তাকে ‘বিশ্বায়নের বিজয়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করার ঘোষণা দিয়েছেন যারা, তাদের মধ্যে ফ্রাঁসোয়া ওলাঁদের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন ম্যাকরন। সাম্প্রতিক কয়েকটি জরিপে এসব তথ্য উঠে এসেছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী ম্যাকরন। উল্লেখযোগ্য ঘটনা হলো- ১৭ বছর বয়সে তার চেয়ে ২০ বছর বয়সি এক স্কুল-শিক্ষিকার প্রেমে পড়েন তিনি। তার সঙ্গেই এখন সংসার করছেন ম্যাকরন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন