থাইল্যান্ডে হার্ট-শেপড বা হৃদয় আকৃতির একটি তরমুজ ৪৪৭৫ ডলারে নিলামে বিক্রি হয়েছে। শুক্রবার ওই তরমুজটি নিলামে তোলে সি সা কেত-এর মুয়াংয়ে অবস্থতি জাকজাই চামাইমাস ওয়াটারমেলন ফার্ম। এই তরমুজ বিক্রির অর্থ দান করা হবে সি সা কেত প্রাদেশিক হাসপাতালে। থাইল্যান্ডের পর্যটনবিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় সি সা কেত টুরিজম ইন্ডাস্ট্রি কাউন্সিল এবং ক্রিস্টিনা স্যানিটারিওয়্যার লিমিটেড এই নিলাম আয়োজন করে। এই দুটি প্রতিষ্ঠান ০.১৬ হেক্টর জমিতে হৃদয় আকৃতির তরমুজ চাষ করছে। শুক্রবারের নিলামে এর একটি তরমুজের দাম শুরু হয় ৫০ হাজার বাথ (২২১৭ ডলার) দিয়ে। কিন্তু এর সর্বোচ্চ দাম তোলেন সি সা কেতের এমপি উইওয়াটচাই হোত্রাওয়াইসায়া। তিনি এর দাম প্রস্তাব করেন এক লাখ ৯০০ বাথ। তিনি বলেছেন, এই তরমুজটি আমার স্ত্রীকে উপহার দেবো। এই তরমুজ বিক্রির অর্থ সি সা কেত হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে। এশিয়া ওয়ান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন