শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সাদ্দাম কন্যার সাক্ষাৎকারে তিন দেশে কূটনৈতিক টানাপড়েন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪২ এএম

দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে হইচই ফেলে দিয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাগাদ সাদ্দাম হোসেন। সউদীর আল আরাবিয়া টিভিকে এক সাক্ষাৎকার দেয়ার পর বাগদাদ, রিয়াদ ও আম্মানের মধ্যে কূটনৈতিক টানাপড়েনও দেখা দিয়েছে। সউদীর স্যাটেলাইট চ্যানেল আল আরাবিয়ার সোহাইব চারেইরের একটি প্রোগ্রামে ওই সাক্ষাৎকার দেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের বড় মেয়ে। রাগাদের কাছে চারেইর জানতে চান, ইরাকের রাজনীতিতে তিনি কোনও ভূমিকা রাখতে পারেন কিনা। ওই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডান ও সউদী আরবের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। টিভি রাগাদের হাজির হওয়ার তীব্র প্রতিবাদ জানায় ইরাক। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা করার সময় থেকেই জর্ডানের রাজধানী আম্মানে বসবাস করছে রাগাদ। রাগাদ ইরাকের রাজনীতি শিগিগিরই সরাসরি কোনও ভূমিকা পালনের ইচ্ছা পোষণ করেন কিনা এমনটা জানতে চান চারেইর। জবাবে রাগাদ বলেন, সবকিছু সম্ভব। এসময় তিনি এই অঞ্চলে ইরানের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। এমনকি ‘ইরাকে সত্যিকারের কোনও শক্তির অভাবে ইরান সুযোগ নিচ্ছে’ বলেও মন্তব্য করেন রাগাদ। মিডলইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
দুলাল ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৩ এএম says : 0
ইনকিলাবের প্রতি অনুরোধ রইলো ওই সাক্ষাতকারটি বাংলা করে আপনারা ছাপাবেন
Total Reply(0)
SHAMOL ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৩:২১ এএম says : 0
LIKE FATHER . VERY BOLD DAUGHTER.GOD BLESS HER.
Total Reply(0)
মরিয়ম বিবি ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২১ এএম says : 0
সাদ্দাম কন্যার সাক্ষাতকারেই তাদের এই অবস্থা!!!
Total Reply(0)
কামাল রাহী ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২২ এএম says : 2
মহান আল্লাহ কখন কাকে দিয়ে কী করান তা বলা যায় না।
Total Reply(0)
গাজী ওসমান ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২৩ এএম says : 0
বহুল প্রচলিত বাক্য‘‘বাপের বেটা সাদ্দাম’। আজ সেই বাপের বেটার সন্ধান পেলাম। বাপের কিছু গুনতো তার ভিতরে থাকবেই।
Total Reply(0)
মোঃ দুলাল মিয়া ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৭ এএম says : 0
সাদ্দাম হোসেনের মেয়ে যে কথাটা বলেছেন গুরুত্বপূর্ণ কথাই বলেছেন,আসলেই ইরাকের শাসন বর্তমানে অর্ধেক ইরানের হাতে।এই মেয়ে সাদ্দাম হোসেনের তাই তাহার মাথায় এই অভিজ্ঞতা এসেছে । ইরাককে রক্ষা করতে হলে এই মেয়ে ইরাকে আসা জরুরি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন