শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে নজরদারিতে গোয়েন্দা সফটওয়ার চালু করলো ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪২ এএম

যুক্তরাষ্ট্রভিত্তিক এক সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর গোয়েন্দাগিরি করতে ভারতে অ্যান্ড্রয়েডভিত্তিক প্লাটফর্মে দুইটি ম্যালওয়ার প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। লুকআউট নামের এই প্রতিষ্ঠান গত ১০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে হর্নবিল ও সানবার্ড নামের এই দুইটি ম্যালওয়ার আবিষ্কারের কথা জানায়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত সাইবার গ্রুপ কনফুসিয়াস এই ম্যালওয়ার দুইটি ব্যবহার করে। বিবৃতিতে কনফুসিয়াস গ্রুপটিকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতপন্থী চর যারা প্রাথমিকভাবে পাকিস্তানি ও অন্য দক্ষিণ এশীয় লক্ষ্যের অনুসরণ করে আসছে।’ বিবৃতিতে বলা হয়, ‘এই টুলসের লক্ষ্য পাকিস্তানের সামরিক বাহিনী, পরমাণু কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও কাশ্মিরে ভারতীয় নির্বাচন কর্মকর্তারা।’ এতে আরো বলা হয়, ‘হর্নবিল ও সানবার্ডের এসএমএস, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ কনটেন্ট ও জিওলোকেশনসহ স্পর্শকাতর বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়ার সূক্ষ্ম ক্ষমতা রয়েছে।’ ইয়েনি শাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Shihabul Fariyad ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫০ এএম says : 0
ভারত পাকিস্তানের .. পালাইবো।ইনশাআল্লাহ আল্লাহ সকল মুসলিমদের সাথে আছে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন