ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ ভারতের প্রধানমন্ত্রী এবং দেশটির গোয়েন্দা সংস্থার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তান তার শত্রুদের ভালো করেই চেনে। পাশাপাশি তিনি এও বলেন, শত্রুদের অশুভ উদ্দেশ্য সম্পর্কেও পাকিস্তান ভালোভাবে অবহিত আছে। গিলগিট-বেলুচিস্তান বা জিবির এক সেমিনারে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসির অগ্রগতি তুলে ধরতে গিয়ে ভারতের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল রাহিল শরীফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র-এর নাম বিশেষভাবে উল্লেখ করে জেনারেল রাহিল বলেন, পাকিস্তানের সীমান্ত পুরোপুরি নিরাপদ রয়েছে। রেডিও তেহরান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন