রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হজে পাথর নিক্ষেপের সময়সূচি পুনর্নির্ধারণ

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা পবিত্র হজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গত বছর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে পদদলিত হয়ে নিহত হন কমপক্ষে ২২৩৬ জন হজযাত্রী। সেখানে যাতে এবার কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য নেয়া হয়েছে ব্যবস্থা। তবে জামারায় গিয়ে ওই পাথর নিক্ষেপের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ১০ই জিলহজ তারিখে স্থানীয় সময় সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জামারায় পাথর নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে। ১১ই জিলহজে স্থানীয় সময় বিকাল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাথর নিক্ষেপ করা যাবে না। ১২ই জিলহজে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত পাথর নিক্ষেপ করা যাবে না। এতে বলা হয়েছে, আন্ডারসেক্রেটারি হুসেইন আল শরীফের সঙ্গে তাওয়াফ এস্টাব্লিশমেন্ট ফর পিলগ্রিমস অব তার্কি, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া আলোচনা করে এ সিদ্ধান্তে এসেছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কিছু সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ। এ সময় আন্ডারসেক্রেটারি বলেছেন, হজ একটি জাতীয় মিশন। এটা নিরাপদ ও নিরুদ্বিগ্ন করতে প্রত্যেককে জড়িত হতে হবে। তিনি বলেছেন, এবার তাদের প্রাথমিক লক্ষ্য হলো হজযাত্রীদের সুষ্ঠুভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করে নিরাপদে তাদের তাঁবুতে ফেরত যাওয়া নিশ্চিত করা। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন