রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা লড়াইয়ে জিতলেন ৯ কোটি মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১১ কোটি মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৯ কোটি। অন্যদিকে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার জন। রবিবার সকালে করোনা সংক্রমণের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটার থেকে এসব খবর জানা গেছে। ওয়েবসাইট অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৫১ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৩৬ হাজার ৭১১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৯৯ লাখ ২১ হাজার ২৫৮ জন। এ মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ২ হাজার ৮২৪ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬৬৯ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৪৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৭ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ১৭ হাজার ২৩২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২৬৩ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন