অ্যান্টার্কটিকায় ১ হাজার ২৭০ বর্গ কিমির আকারের একটি বরফখন্ড ভেঙে গিয়েছে। এই বরফখন্ড দেশের দুটি সবথেকে বড় শহর এলাকা দক্ষিণ এবং উত্তর দিল্লী নগর নিগমের প্রায় সমান। দক্ষিণ এবং উত্তর দিল্লী নগর নিগমের আয়তন মোট ১ হাজার ২৯২ বর্গ কিমি। আর ভেঙে যাওয়া বরফখন্ডের আয়তন ১ হাজার ২৭০ বর্গ কিমি। ভেঙে পড়া এই বরফখন্ড ১৫০ মিটার পুরু। ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভে দ্বারা এই বরফন্ডের একটি ছবি শেয়ার করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই বরফখন্ড বার্ন্ট আইস সেলফ অঞ্চলে ভেঙেছে। এই বিভাজনকে ‘কলভিং’ বলা হয়, যেখানে হিমশীতল অঞ্চল থেকে বিস্তৃত আইসবার্গগুলি পৃথক হয়। বর্তমান ক্যালভিংটি ২০২০ সালের নভেম্বরে প্রথম রেকর্ড করা হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে এর বিচ্ছেদের গতি প্রতিদিন এক কিমি পর্যন্ত পৌঁছেছিল। শুক্রবার, অবশেষে এই বিশাল
বরফখন্ড ভেঙে পড়ার ঘোষণা করা হয়েছে। নেচার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন