শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হাসির পাত্র হওয়ায় চেহারাই বদলে ফেললেন যুবক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে চেহারা খারাপ হওয়ায় বেশ হাসাহাসি হয় তাকে নিয়ে। নিজেকে ‘হাসির পাত্র’ হিসেবে দেখে খুবই খারাপ লাগে তার। এ জন্য টানা ৯ বার প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের আদলই পরিবর্তন করলেন ভিয়েতনামের ২৬ বছর বয়সী যুবক ডো কোয়েইন। ওই যুবক টিকটকে তার আগের ছবি এবং প্লাস্টিক সার্জারির পর বর্তমানের ৯টি ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখে অবাক হয় নেটিজেনরা। ছবিগুলো একদমই ভিন্ন, ফলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা। তবে ওই যুবক নিজেই বিষয়টি খোলামেলা জানিয়েছেন চাকরির ইন্টারভিউতে তাকে নিয়ে হাসাহাসির ঘটনা। আর এ কারণেই তিনি এমনটা করেছেন। মুখের আদল পরিবর্তন করতে তাকে ৪০০ মিলিয়ন ডং (১৫ লাখ টাকা) খরচ করে নয়টি প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। এরমধ্যে রিনোপ্লাস্টি, চিবুক, ঠোঁটের অস্ত্রোপচারও করেছেন তিনি। এছাড়াও চোখের জন্য ডাবল আইলড সার্জারিও করিয়েছেন। জানিয়েছেন, সার্জারির সকল টাকা নিজের সঞ্চয় থেকে খরচ করেছেন তিনি। প্রথমবার সার্জারি করিয়ে বাড়ি ফেরার পর তার মা-বাবাও চিনতে পারেননি তাকে। সার্জারির জন্য কিছুটা অনুতপ্তও। কিন্তু বাধ্য হয়েই এমনটা করেছেন বলে জানিয়েছেন কোয়েইন। সংবাদ প্রতিদিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন