আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত। সম্প্রতি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি ঘোষণা করা হয়। উপ-কমিটির চেয়ারম্যান হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য একেএম রহমতউল্লাহ এমপি, সদস্য সচিব হলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
ঝালকাঠির রাজাপুরের সন্তান ইঞ্জি. সীমান্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভারপ্রাপ্ত ভিপি ছিলেন। ছাত্র জীবন থেকে তিনি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত।
ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। দল ও দেশের জনগণের জন্য কল্যাণমূলক কাজ করে যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন