শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পরীক্ষামূলক উৎক্ষেপণেই ফেসবুকের স্যাটেলাইটে বিস্ফোরণ ঘটে

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যে স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোয় ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করছিল বিশ্বের জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক, পরীক্ষার সময়ই বিস্ফোরণে সেই স্যাটেলাইটটি ধ্বংস হয়ে গেছে। গতকাল শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তার আগেই, ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষামূলক উৎক্ষেপণের মহড়া চলাকালীন উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়। এতে বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দূরের ভবনগুলোও কেঁপে ওঠে। স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষামূলক কাজের তত্ত্বাবধানে ছিল। এর ফলে প্রায় বিশ কোটি ডলার ক্ষতির মুখে পড়ল ফেসবুক। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ। ইসরাইলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল। ফেসবুকের পরিকল্পনা ছিল, এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার সাব-সাহারার দরিদ্র দেশগুলোয় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া হবে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন