শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফ্রিকা-এশিয়ার অসংখ্য মানুষ জিকা ঝুঁকিতে

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফ্রিকা এবং এশিয়ায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে ২৬০ কোটি মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারে। লানচেট ইনফেকশন ডিজিজেস পত্রিকায় বিজ্ঞানীরা এমনটাই লিখেছেন। বিবিসি বলছে, ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ার জনগণ এই ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন বলে গবেষকরা জানিয়েছেন। গবেষকরা তাদের অনুমানের সমর্থনে আকাশপথে যাতায়াতকারীদের তথ্য ব্যবহার করেছেন। লন্ডনের স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব টরোন্টোর গবেষকদের নিয়ে গঠিত দলটি বলছে, বিপুলসংখ্যক মানুষ এমন পরিবেশে বসবাস করেন, যেখানে তা প্রতিরোধ করা, শনাক্ত করা এবং চিকিৎসা করা বেশ কঠিন। গবেষকরা এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণগুলো অনুসন্ধান করতে গিয়ে, দক্ষিণ আমেরিকার জিকা আক্রান্ত অঞ্চল থেকে আফ্রিকা ও এশিয়ায় ভ্রমণকারীদের একটি অংশও এর অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন। এই ভাইরাস বহনকারী মশা সেটি মানবদেহে প্রবেশ করিয়ে দিতে পারে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন