ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পেশাওয়ারে এবং মারদান শহরে গত শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে চালানো দুটি বোমা হামলারই দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জামাতুল আহরার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি নিশ্চিত করেছে। ওই দুই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সকালে মারদানের দায়রা জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছে। পুলিশ জানায়, একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত করার পর নিজের শরীরে বাঁধা বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ঘটনার পর মারদান এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ২০১৪ সালে জার্ব-ই-আজাব নামের জঙ্গিবিরোধী অভিযানের অগ্রগতি তুলে ধরে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য দেয়ার একদিন পরই এ হামলা হলো। তাছাড়া সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে আইনজীবীদের লক্ষ্য করে বিভিন্ন সময়ে হামলা চালানো হচ্ছে। গত মাসেও কোয়েটার একটি হাসপাতালে নিহত আইনজীবীর লাশ দেখতে যাওয়া আইনজীবীদের লক্ষ্য করে বোমা হামলা হয়েছিল। ওই হামলায় ৭৩ জন নিহত হয়। এর মধ্যে বেশিরভাগই আইনজীবী। জামাতুল আহরারের পক্ষ থেকে ওই হামলারও দায় স্বীকার করা হয়েছিল। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন